বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কুমিল্লার কৃতি সন্তানের আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার কৃতি সন্তানের আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন 

YCOS কারাতে মার্শালার টিম এই প্রথম কুমিল্লা থেকে অংশগ্রহণ করে ৫ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় প্রথম গোল্ড মেডেল অর্জন করে।

গত ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত ‘অল বাংলাদেশ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা ২০২৪’ এবং ‘৫ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে কুমিল্লা থেকে YCOS কারাতে মার্শালার টিম’।

কুমিল্লাকে এগিয়ে নিয়ে যেতে YCOS (যুবদান সংগঠন সংস্থা, বুড়িচং, কুমিল্লা) কারাতে মার্শালার টিম স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলায় সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করে যাচ্ছে। নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া ৩টি দেশকে হারিয়ে প্রথম স্থান স্থান অর্জন, ৬ বার জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত YCOS এর যুব ও ক্রীড়া সম্পাদক এবং কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী মোফাজ্জল মাহিন চৌধুরী M M Chowdhury । সে দেশবাসীর দোয়া কামনা করেছেন।

মোফাজ্জল মাহিন আগামীতে আন্তর্জাতিক বিভিন্ন খেলায় বিজয়ী হয়ে YCOS এবং কুমিল্লাসহ বাংলাদেশকে বিশ্বের বুকে আরও উজ্জ্বল করতে চান।

টিএইচ